বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। তার জন্য ইতোমধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালে যাত্রা হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১৪ জন তার সফরসঙ্গী থাকবেন। তাদের মধ্যে ছয়জন চিকিৎসক—ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়া পরিবারের সদস্য সায়েদা শামীলা রহমান, বিএনপি নেতৃবৃন্দ, স্পেশাল সিকিউরিটি ফোর্সের দুই সদস্য এবং দুই গৃহপরিচারিকাও সফরে থাকবেন। এই যাত্রা খালেদা জিয়ার চলমান চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।