গাজার ‘বিস্তৃত এলাকা’ দখল করতে নতুন সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ। কার্টজ বলেন, ‘যুদ্ধরত এলাকা থেকে একটি বড় জনগোষ্ঠীকে সরিয়ে দেওয়া হবে। এ সময় গাজাবাসীর প্রতি তিনি আহ্বান জানান, যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হিসেবে হামাসকে নির্মূল এবং ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে দেওয়ার।' ইতোমধ্যেই গাজার অভ্যন্তরে একটি বাফার জোন স্থাপন করেছে ইসরাইল। এছাড়া যুদ্ধের আগে উপত্যকার প্রান্তের চারপাশের একটি এলাকা সম্প্রসারণ করেছে এবং গাজার মাঝখানে নেটজারিম করিডোরে একটি বৃহৎ নিরাপত্তা এলাকা যুক্ত করেছে। ইসরাইলি নেতারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন।