বাংলাদেশ পুলিশ ও রয়্যাল মালয়েশিয়া পুলিশ আন্তঃদেশীয় অপরাধ দমন, সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচারের মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একমত হয়েছে। বুধবার ঢাকায় এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রয়্যাল মালয়েশিয়া পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ রাযাক। বৈঠকে উভয় পক্ষ যথাসময়ে তথ্য ও গোয়েন্দা বিনিময়ের মাধ্যমে সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।