তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, কিছু গণমাধ্যম ভূমিকম্প নিয়ে সচেতনতা বৃদ্ধির পরিবর্তে আতঙ্ক ছড়িয়েছে, যা দুঃখজনক। সোমবার ঢাকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে। মাহফুজ আলম জানান, বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে অপতথ্যের বিস্তার বেড়েছে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। উপদেষ্টা আরও জানান, প্রেস কাউন্সিল একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান, যা পূর্ববর্তী সরকার অকার্যকর করে রেখেছিল, তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন বিচারপতি একেএম আব্দুল হাকিম এবং উপস্থিত ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা ও সাংবাদিক নেতৃবৃন্দ।