নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে আদালত। এর মধ্যে ফতুল্লা থানার চারটি হত্যা মামলা এবং সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলা রয়েছে। মঙ্গলবার আদালতে আইভীর অনুপস্থিতিতে শুনানি শেষে বিচারকরা পুলিশি আবেদনের ভিত্তিতে শ্যোন অ্যারেস্টের আদেশ দেন। যদিও এসব মামলায় আইভীর নাম ছিল না, তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মামলাগুলো জুলাইয়ের গণঅভ্যুত্থান ও মে মাসে পুলিশি অভিযানের সময় সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত। আইভীর আইনজীবী অভিযোগ করেছেন, জামিন বিলম্বিত করার জন্য এসব মামলা সাজানো হয়েছে। এর আগে হাইকোর্ট পাঁচ মামলায় তার জামিন দিয়েছিল, যা আপিল বিভাগ স্থগিত করে ১৭ নভেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছে।