এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, অনেকেই জানতে চাইছেন নির্বাচন করব কি না। ‘ইনশাআল্লাহ আমি আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ আসন থেকে নির্বাচনে অংশ নেব।’ তিনি বলেন, আমাদের দল নতুন ও বিকাশমান। এখনো সাংগঠনিক শক্তি তেমন বিস্তৃত নয় এবং অর্থনৈতিক ভিত্তি পুরোপুরি তৈরি হয়নি। তাই কিছু মানুষ বলবেন, ‘জামানত হারাবেন’, আবার কেউ কেউ মনে করতে পারেন, ‘মেম্বারও হতে পারছেন কি না দেখুন।’ কিন্তু কিছু লোক বলবে, সাফল্য রাতারাতি আসে না। আরো বলেন, সমালোচনা ও উৎসাহ—দুটি বিষয়ই জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নতুন রাজনৈতিক উদ্যোগ গ্রহণের সময় প্রবল বিরোধিতা ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। অল্প সংখ্যক মানুষ কাঁধে হাত রেখে উৎসাহ দিয়েছিলেন। মঞ্জু জানান, সামনে চমকপ্রদ কিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি, তবে তার দুটি দিক আছে—একটি সাময়িক কল্যাণ ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। অন্যটি কন্টকময় পথ পাড়ি দিয়ে টেকসই সাফল্য অর্জন। এসব নিয়ে বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই।’