Web Analytics
যুক্তরাষ্ট্র মিশর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। মঙ্গলবার মার্কিন ট্রেজারি বিভাগ জর্ডান ও মিশরের শাখাকে ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে, আর পররাষ্ট্র দপ্তর লেবাননের শাখাকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ বা এফটিও হিসেবে কালো তালিকাভুক্ত করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত নভেম্বরে এই গোষ্ঠীগুলোকে কালো তালিকাভুক্ত করার যে নির্বাহী আদেশ জারি করেছিলেন, তার কয়েক সপ্তাহ পর এই সিদ্ধান্ত কার্যকর হলো।

ট্রাম্প প্রশাসনের দাবি, মুসলিম ব্রাদারহুড ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে সমর্থন করে এবং মধ্যপ্রাচ্যে ইসরাইলবিরোধী কর্মকাণ্ডে জড়িত। ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়, সংগঠনটি সামাজিক সংগঠন হিসেবে পরিচয় দিলেও বাস্তবে হামাসের মতো গোষ্ঠীকে সহায়তা করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপে সংগঠনগুলোর আর্থিক উৎস বন্ধ হয়ে যাবে এবং সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হবে।

মার্কো রুবিও বলেন, এটি মুসলিম ব্রাদারহুডের সহিংসতা ও অস্থিতিশীল কর্মকাণ্ড প্রতিহত করার দীর্ঘমেয়াদি প্রচেষ্টার প্রথম ধাপ। এই সিদ্ধান্তের ফলে সংগঠনগুলোর আর্থিক লেনদেন বন্ধ হবে এবং সদস্যদের ওপর স্থায়ী প্রবেশ নিষেধাজ্ঞা আরোপিত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!