কাতার, মিশর ও বিভিন্ন সংস্থার মধ্যস্থতাকারীদের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি সম্মতি প্রকাশ করেছে হামাস। অর্থাৎ, ইসরায়েলের সঙ্গে নতুন ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস। রয়টার্স জানায়, এই চুক্তিতে হামাসের হাতে থাকা অর্ধেক জিম্মি ফেরত দেওয়ার শর্ত রয়েছে, আর এর বিপরীতে ইসরায়েলও কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। মিসরের একটি সূত্রের দাবি, দুই মাস যুদ্ধবিরতির পাশাপাশি প্রায় দুই বছরের দীর্ঘ যুদ্ধের অবসান টানতে একটি পূর্ণাঙ্গ সমঝোতার পথ তৈরি করার রূপরেখাও এতে অন্তর্ভুক্ত। আরেকটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের দেয়া আগের প্রস্তাবের সঙ্গেই এই নতুন প্রস্তাবের মিল রয়েছে। ওই প্রস্তাব আগে মেনে নিয়েছিল ইসরায়েল।