আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার রাতে ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী এ ঘোষণা দেন। তিনি জানান, ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজবিরোধী এই জোট ৩০০ আসনে প্রার্থী দেবে এবং বিএনপি-জামায়াতের বাইরে থেকে সংস্কার, নারীর অধিকার ও দুর্নীতি-সন্ত্রাসবিরোধী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, ভারত ও আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নেতারা রাজনৈতিক দলগুলোকে প্রশাসনিক ক্ষমতা ভাগাভাগির চিন্তা থেকে বেরিয়ে এসে জাতীয় স্থিতিশীলতা ও সংস্কারের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। দুই দিনব্যাপী মতবিনিময়ের পর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।