জম্মু ও কাশ্মীরের পিডিপি নেতা মেহবুবা মুফতি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে স্বাগত জানানো নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেছেন এবং এটিকে অভ্যন্তরীণ ভণ্ডামির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভারতের সরকার তালেবান-শাসিত আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করার সময় একইসঙ্গে দেশীয় মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে “লাভ জেহাদ,” “ভূমি জেহাদ,” “ভোট জেহাদ” এবং “গরু জেহাদ” সংক্রান্ত নীতি ও বক্তব্যের মাধ্যমে প্রান্তিক করছে। মুফতি বলেন, আফগান শিক্ষার্থীদের বৃত্তি ও পুনর্গঠনের সহায়তা দেওয়া, অথচ দেশের মুসলিম শিক্ষার্থীদের সুযোগ সীমিত করা এবং মাদ্রাসা বন্ধ করা, বিজেপির দ্বৈত চরিত্রকে স্পষ্টভাবে তুলে ধরে। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও স্থিতিশীল ও সম্প্রীতিপূর্ণ জাতির ভিত্তি হলো সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আস্থা, সম্মান এবং সমতার উপর। আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য ছয় দিনের সফরে এসেছেন।