আল-জাজিরা ও বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর গত ৫০ দিনে গাজায় ৬০০ বারেরও বেশি হামলা চালিয়েছে ইসরাইল। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, এই সময়ে ইসরাইলি বাহিনী বিমান ও গোলাবর্ষণ, আর্টিলারি হামলা এবং সরাসরি গুলিবর্ষণের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত ও দেড় হাজারের বেশি ভবন ধ্বংস হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইল ১৬৪ বার বেসামরিক মানুষের ওপর গুলি চালিয়েছে, ২৫ বার ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে অভিযান চালিয়েছে এবং ৩৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত ২০ দফা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকার কথা থাকলেও ইসরাইল তা মানছে না। ফলে গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে।