ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত নেতা গোলাম পরওয়ার বলেছেন, আজকের সমাজের বড় অভাব, বড় দৈন্য হচ্ছে সাহসী সাংবাদিকতা। সাদাকে সাদা বলতে পারা, কালোকে কালো বলতে পারা। তিনি বলেন, বিবেকের দংশন বড় দংশন। যে কোনো ত্রুটি-বিচ্যুতি করে আমি যদি সারা পৃথিবীর সবাইকে বলি, আমি ভুল করিনি। কিন্তু আমার বিবেক আমাকে ঠিকই দংশন করবে। এই বিবেক থাকা উচিত। আরো বলেন, একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, সেই সংগঠনের জন্মের ইতিহাস, সৃষ্টির মহান লক্ষ্যের বিষয়গুলোই উৎসাহিত ও উদ্বুদ্ধ করে। নতুন করে দুর্বলতা, সীমাবদ্ধতা, গাফিলতিকে উপলব্ধি ও পুনর্মূল্যায়ন করে ভবিষ্যতে সুসংগঠিতভাবে চলার জন্য প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন হচ্ছে অনুপ্রেরণার উৎস। তিনি আশা প্রকাশ করে বলেন, অভ্যুত্থানের পর আমরা যে নতুন গণতন্ত্রের দিকে যাচ্ছি, ক্র্যাবের দায়িত্বশীলতা এই এগিয়ে চলাকে সহযোগিতা করবে। একই অনুষ্ঠানে এনসিপি নেতা মুশফিক উস সালেহীন বলেন, আপনাদের কাছ থেকে আমরা বস্তুনিষ্ঠ সত্য তথ্য প্রত্যাশা করি। গণ-অভ্যুত্থানের পর সবার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। বস্তুনিষ্ঠ সত্য রিপোর্ট হলে আমরাও সংশোধন হতে পারি। দেশের গণমাধ্যম এখনো মুক্ত হয়নি, রাষ্ট্রের বিভিন্ন এজেন্সির নিয়ন্ত্রণের বাইরে আসেনি।