সিলেটের বালাগঞ্জে একটি খাল থেকে এক ভারতীয় নাগরিকের অর্ধগলিত মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। জানা গেছে, ওই খাল দিয়ে কুশিয়ারা নদীর পানি হাওরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, স্রোতের টানে মরদেহটি ভারতীয় সীমান্ত এলাকা থেকে ভেসে এসেছে। মরদেহের পকেট তল্লাশি করে একটি মোবাইল ফোন, চাবির গোছা, মানিব্যাগ, ভারতীয় মুদ্রা, কিছু ছবি ও একটি ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রে মৃতের নাম গৌরাঙ্গ ঘোষ উল্লেখ রয়েছে। এএসআই কানন কুমার দাশ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।