বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। তবে বাণিজ্য বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার ও কাস্টমসের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ ব্যবসায়ী মো. রাজীব ভূঁইয়া জানান, 'বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দরের ব্যবসায়ীরা আগেই চিঠি দিয়ে জানিয়েছেন।' তবে আগামীকাল সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্য দিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।