Web Analytics
নৌপরিবহণ ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পতিত স্বৈরশাসনের পর পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি খাতে সংস্কার কার্যক্রম চালাচ্ছে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করছে। বুধবার নারায়ণগঞ্জের বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্সে নির্মাণাধীন জাহাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনে নৌপরিবহণ সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে ন্যূনতম সংশয় সৃষ্টির সুযোগ নেই এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতের চেষ্টা চলছে। তিনি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন।

গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তাদের জন্য বিশেষ কারাগার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকেন। তার বক্তব্যে সরকারের স্থিতিশীলতা ও স্বচ্ছতা প্রদর্শনের প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!