বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে বিএনপি দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, খালেদা জিয়া সচেতন থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। মঈন খান বলেন, মেডিকেল বোর্ড তার অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। পরিবার ও দলীয় পক্ষ থেকে হাসপাতালে ভিড় না করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ড. মুহাম্মদ ইউনূস গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।