বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং সরকার রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুব খারাপ হয়নি, তবে সরকার চেষ্টা করছে যেন কোনো অস্বাভাবিকতা না ঘটে। প্রধান উপদেষ্টা নিজেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানান তিনি।
অর্থ উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ কোনো প্রতিবেশীর সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না। আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে সরকার কূটনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করছে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে তিনি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।