জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে ১৮ ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্ত নিয়েছেন। গঠিত বিশেষ তদন্ত কমিটি রিপোর্ট প্রদানের কয়েক ঘন্টার মধ্যে সমস্যা সমাধানে উদ্যোগ নেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, আমি ওয়ান টু ওয়ান সব খেলোয়াড়ের সাথে কথা বলেছি। উনারা কিছু একটা আদায় করতে চান, তবে এই প্রক্রিয়াতে হবে না বলে মন্তব্য করেন। পিটার থাকলে না খেলা প্রসঙ্গকে বলেন, আমি সবার অভিভাবক। আমার কাজ বুঝানো, ইনসেনটিভ দেওয়া। খেলা না খেলা তাদের ব্যক্তিগত পছন্দ। ফেডারেশন থেকে তো বলা হচ্ছে না খেলো কিংবা খেলো না, এইসব বলছিলেন বাফুফে সভাপতি। খেলোয়াড়রা না চাইলেও দুই বছরের জন্য বাটলারকে কোচ করা প্রসঙ্গে তিনি বলেন, চুক্তির আগে সব বিবেচনা করা হয়েছিল।