বাংলাদেশের ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনি প্রচারণায় বালুর ট্রাক দিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপিরই একাংশের বিরুদ্ধে। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন জানান, জেলা বিএনপির কয়েকজন নেতার উসকানিতে দাগনভূঞার জিরো পয়েন্টে মিন্টুর গাড়িবহর আটকে দেওয়ার চেষ্টা হয়। মিন্টুর সমর্থকরা ট্রাক সরাতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে বালুর ট্রাক সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিন্টু, যিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক সভাপতি, ওইদিন তুলাতলী বাজারে পথসভায় বক্তব্য দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বৃহস্পতিবার ঢাকা থেকে ফেনীতে এসে প্রচারণা শুরু করেন। দাগনভূঞা থানার ওসি জানান, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে মিন্টুর প্রচারণার পথ সুগম করে দেয়।