জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ১৯৪৭ সাল থেকে শুরু করে জামায়াতের কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে বিনা শর্তে ক্ষমা চেয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, এর আগেও গোলাম আজম ও মতিউর রহমান নিজামীসহ দলীয় নেতারা একই ধরনের ক্ষমা চেয়েছিলেন। তিনি উল্লেখ করেন, জামায়াতের সদস্যরাও মানুষ—ভুল হওয়াটা স্বাভাবিক, তাই ভুলের জন্য ক্ষমা চাওয়া নৈতিক দায়িত্ব। তিনি বলেন, ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত কেউ যদি জামায়াতের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাদের কাছেও তিনি ক্ষমা চান। ডা. শফিকুর আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কার ও পিআরসহ নানা বিষয়ে গণভোট প্রয়োজন। তিনি আশ্বাস দেন, জামায়াত ক্ষমতায় গেলে সংখ্যালঘুরা নিরাপদে থাকবে এবং ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় দলটি।