ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর লুয়ালাবা প্রদেশের কালান্ডো তামা ও কোবাল্ট খনিতে একটি অস্থায়ী সেতু ধসে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ভারী বৃষ্টি ও ভূমিধসের ঝুঁকির কারণে খনিতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও শ্রমিকরা জোর করে প্রবেশ করেন। বিপুল সংখ্যক শ্রমিক একসঙ্গে সেতুটি পার হওয়ার চেষ্টা করলে সেটি ভেঙে পড়ে। কিছু প্রতিবেদনে মৃতের সংখ্যা ৪০ জনেরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলে সেনাদের গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা দুর্ঘটনার মাত্রা বাড়ায় বলে ধারণা করা হচ্ছে। খনিটি নিয়ে দীর্ঘদিন ধরে বেপরোয়া খনিকর্মী, স্থানীয় সমবায় ও বৈধ পরিচালনাকারীদের মধ্যে বিরোধ চলছে। প্রাদেশিক কর্তৃপক্ষ ঘটনাস্থলে সব কার্যক্রম স্থগিত করেছে। মানবাধিকার সংগঠনগুলো সেনাবাহিনীর ভূমিকা নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে, যদিও সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।