Web Analytics
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের দিন গণভোটের প্রচারণা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার সকালে এ তথ্য জানান গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ। তিনি বলেন, জানাজা ও দাফন না হওয়া পর্যন্ত গণভোটের সব ধরনের প্রচার বন্ধ থাকবে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। ভোটের দিন গণভোটে অংশ নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে সরকার ১৯টি মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রচারণা চালাচ্ছিল, যার মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও রয়েছে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে খালেদা জিয়া মারা যান। তার মৃত্যুতে রাষ্ট্রীয় কর্মসূচি নির্ধারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ বিশেষ বৈঠকে বসেছে।

বেলা ১২টার পর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!