বাংলা একাডেমি ২০২৫ সালের আটটি সাহিত্য ও বিজ্ঞান পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। আগামী ২৭ ডিসেম্বর একাডেমির ৪৮তম সাধারণ পরিষদের বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অধ্যাপক মনসুর মুসা (ভাষা গবেষণা), খসরু চৌধুরী (বিজ্ঞানচর্চা), সানাউল হক খান (কবিতা), হাফিজ রশিদ খান (নৃগোষ্ঠী সাহিত্য গবেষণা), তারিক আনাম খান (নাট্যকলা), শিবব্রত বর্মন (অনুবাদ সাহিত্য), সফিক ইসলাম (গণিতবিষয়ক রচনা) এবং কথাসাহিত্যে সুব্রত বড়ুয়া ও আনিসুর রহমান।
বাংলা একাডেমির এই পুরস্কারসমূহ দেশের সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানচর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। ২০২৫ সালের পুরস্কারপ্রাপ্তদের তালিকা বাংলাদেশের সৃজনশীল ও গবেষণামূলক কর্মকাণ্ডের বৈচিত্র্যকে প্রতিফলিত করছে।