Web Analytics
ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিশ্চিত করতে এবং গাজায় চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রেক্ষিতে আন্তর্জাতিক আইন ও জবাবদিহি রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, এই আহ্বান জানানো হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে।

তুরস্কের জাতিসংঘ দূত আহমেত ইলদিজ ওআইসির পক্ষ থেকে বলেন, ২০২৫ সালের অক্টোবরে ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধগোষ্ঠী হামাসের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এর বাস্তবায়ন ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি জানান, যুদ্ধবিরতি সহিংসতা কমালেও ইসরাইলি হামলা ও অবরোধের কারণে মানবিক সহায়তা ফিলিস্তিনিদের কাছে পৌঁছাতে বাধাগ্রস্ত হচ্ছে।

ইলদিজ আন্তর্জাতিক প্রচেষ্টার প্রশংসা করে বলেন, গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা প্রশংসনীয়, তবে ইসরাইলের কর্মকাণ্ড শান্তি অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। তিনি আরও বলেন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের আগ্রাসন এবং জেরুজালেমের পবিত্র স্থানে ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা লঙ্ঘন যুদ্ধবিরতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।

Card image

Related Videos

logo
No data found yet!