ঢাকার কামরাঙ্গীরচরের সিলেট্যা বাজার এলাকায় স্থানীয় জনতার গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছেন। গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নাদিম (৩৫) ও মাসুদ (২৯) নামের দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি তাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে বলেছেন, তারা পলাতক আসামি ছিল এবং তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে। ওই রাতেই তারা মামলার বাদিকে হুমকি দিতে এলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তাদের ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।