যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ পিএ এবং পিএলও কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে, যার ফলে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে আব্বাসের যোগদান অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসবাদ পরিত্যাগ ও একতরফাভাবে রাষ্ট্রের স্বীকৃতি চাওয়ার প্রচেষ্টা বন্ধে চাপ প্রয়োগ করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।