আন্তর্জাতিক জলসীমায় একটি নৌযানে হামলায় চারজন নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিশ্চিত করেছে। এটি সাম্প্রতিক মাসগুলোতে সন্দেহভাজন মাদকবাহী নৌযানের ওপর ২০তম হামলা। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অনুমোদনে পরিচালিত এই হামলা ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’-এর অংশ, যার আওতায় বর্তমানে প্রায় ১২ হাজার মার্কিন নৌসেনা ও মেরিন মোতায়েন রয়েছে। মানবাধিকার বিশেষজ্ঞরা এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে নিন্দা করেছেন। একই সময়ে, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে হোয়াইট হাউসে বৈঠক করেছেন বলে জানা গেছে। এদিকে, এফ-৩৫ যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপসহ মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধিতে লাতিন আমেরিকার নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। একটি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মাত্র ২১ শতাংশ নাগরিক ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপকে সমর্থন করেন।