ভেনেজুয়েলার একটি আদালত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে হোয়াটসঅ্যাপে সমালোচনা করার অভিযোগে ৬৫ বছরের চিকিৎসক মার্গি ওরোজকোকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর বরাতে এএফপি জানিয়েছে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, ঘৃণা ছড়ানো ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের আগস্টে মাদুরোর বিতর্কিত পুনর্নির্বাচনের পর সান হুয়ান দে কোলোন শহর থেকে তাকে গ্রেফতার করা হয়, যখন দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা চলছিল। অভিযোগ করা হোয়াটসঅ্যাপ বার্তার বিষয়বস্তু বা প্রাপক সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি। মানবাধিকার সংগঠন জেইপি জানিয়েছে, আটক অবস্থায় মার্গির দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল। এই রায় ঘোষণার পর মাদুরো সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও মতপ্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ আরও জোরালো হয়েছে।