লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে রনি জ্যাকসনের এক বৈঠকের পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইসরাইল-লেবানন সম্পর্কের মধ্যে স্থিতিশীলতার আশা করা হচ্ছে। জ্যাকসন শনিবার বৈরুতে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান পরিবর্তনগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র লেবানন ও এ অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতার নতুন যুগ দেখতে চায়। বৈঠকে লেবাননের সরকার ইসরাইলের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার দাবি তুলেছে, যাতে ইসরাইলি সেনারা লেবাননের পাঁচটি কৌশলগত জায়গা থেকে ফিরে যায়! মার্কিন বলছে, তারা দুপক্ষ থেকেই দ্রুত রেসপন্স পাচ্ছে। এদিকে লেবাননে শহীদ নাসারুল্লাহের বিদায় অনুষ্ঠান হচ্ছে, এতেও কঠোর নিরাপত্তা দিচ্ছে লেবানন।