গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে রাফাহ শহরের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে হামাস-পরিচালিত পুলিশ বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গাজা বলছে, শনিবারের এই হামলা গত ১৯ জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। ইসরাইল জানিয়েছে, তারা কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে, যারা তাদের বাহিনীর দিকে এগিয়ে যাচ্ছিল। হামাস সরকার বলেছে, নিহত পুলিশ সদস্যরা গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন ছিলেন। আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দখলদার বাহিনীর পুলিশ হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য।