রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৭ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ কমিশনের এই শুনানিতে মোট ৭০টি আপিলের মধ্যে ৫৭টি গৃহীত, ১০টি নামঞ্জুর এবং ৩টি স্থগিত রাখা হয়।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় তথ্য ও সঠিক কাগজপত্র উপস্থাপন করতে পারায় ৫৭ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে, ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব বা তথ্যে বড় ধরনের গরমিল থাকায় ১০ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। স্থগিত তিনটি আবেদন অধিকতর যাচাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রথম দিনে ৫২টি আপিল মঞ্জুর হয়েছিল, যার মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পান। দুই দিনে মোট ১০৯টি আপিল মঞ্জুর হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা এর আগে ৭২৩টি মনোনয়ন বাতিল করেছিলেন, যার বিপরীতে ৬৪৫টি আপিল জমা পড়ে। শুনানি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।