আগামী জাতীয় নির্বাচনে দলের ত্যাগী, জনবান্ধব, সংগ্রামী ও ক্লিন ইমেজের নেতারা মনোনয়নে এগিয়ে থাকবেন এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা মেনে নির্বাচনের প্রস্তুতির বার্তাও দিয়েছেন তিনি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যের ওপর জোর ও দ্রুত সময়ে নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ যে কোন্দল-দ্বন্দ্ব বিরাজ করছে তা, দল ও দেশের স্বার্থে নিরসনে তাগিদ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে বিতর্কিত ও সুবিধাভোগীদের জায়গা হবে না বলেও নেতাকর্মীদের আশ্বস্ত করেছে বিএনপির হাইকমান্ড। বর্ধিত সভায় বক্তারা হাইব্রিড নেতাদের থেকে দলকে সেইফ রাখার ব্যাপারে সতর্ক করেন।