আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে তিনি কোনো প্রতিশ্রুতি দিতে চান না। বাবুগঞ্জে স্থানীয় সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নদী ভাঙন, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ তিনি জনগণকে সঙ্গে নিয়ে বাস্তবায়নের চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সংসদ সদস্য বাবুগঞ্জ ও মুলাদীতে কোনো উন্নয়নমূলক কাজ করেননি। ফুয়াদ দাবি করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় তিনি কয়েকশ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবেন। সভায় শিক্ষক, ব্যবসায়ী ও তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।