পাকিস্তান সরকার সংবিধান ও সামরিক আইন সংশোধনের মাধ্যমে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) হিসেবে নিয়োগ দিয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির স্বাক্ষরের পর জাতীয় পরিষদে পাস হওয়া ২৭তম সাংবিধানিক সংশোধনী অনুযায়ী, সেনাপ্রধানের পদ এখন সিডিএফের সঙ্গে একীভূত হবে এবং জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের পদ বিলুপ্ত হবে। নতুন কাঠামোয় সিডিএফের মেয়াদ হবে পাঁচ বছর, যা নিয়োগের দিন থেকেই গণনা শুরু হবে। এর ফলে ২০২২ সালের নভেম্বরে সেনাপ্রধান হওয়া আসিম মুনিরের মেয়াদ নতুন করে শুরু হবে। ভারত-পাকিস্তান সংঘাতের পর মে মাসে তিনি ফিল্ড মার্শাল পদে উন্নীত হন। সংশোধনীতে তিন বাহিনীর প্রধানদের মেয়াদ তিন বছর থেকে পাঁচ বছর করা হয়েছে, যা বিরোধীদের তীব্র সমালোচনা ও দুই বিচারকের পদত্যাগের কারণ হয়েছে।