বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হতে পারে। দেশের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে। বর্ধিত পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।