জাতীয় দলের মাঠে আর দেখা যাবে না মুশফিকুর রহিমকে। এতে সতীর্থ ও বন্ধুর বিদায়ে আবেগী হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মুশফিকের অবসরের ঘোষণার পর বুধবার মাঝরাতে ভিডিও বার্তায় তামিম বলেন, আজ এমন একজন ব্যক্তি অবসর নিল যার সঙ্গে আমার অলমোস্ট ২০ বছর বা ২৫ বছর একটা জার্নি। একটা স্ট্যাটাসে আসলে আমি মানুষকে বোঝাতে পারব না যে আমার ফিলিংসটা তার প্রতি। তিনি বলেন, তার সাথে আমার খেলা শুরু অনূর্ধ্ব ১৫ থেকে। কেমনে একটা ছেলে এতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার মনে হয় সে সবটুকুই করেছে। উল্লেখ্য, বুধবার অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক।