দৈনিক যুগান্তরের সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার বলেছেন, গত ১৫ বছরে দেশের অনেক কবি প্রকৃত কবির ভূমিকা না রেখে স্তবকের ভূমিকা পালন করেছেন এবং জাতিকে বিভ্রান্ত করেছেন। তিনি এসব কবি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জাতি গঠনে কবি ও লেখকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন ও কবি মৌসুমী মৌ। সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব কবি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দার্শনিক কবি কুমার সুশান্ত সরকার, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, কবি মির্জা কামাল ও ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু। বক্তারা বলেন, কবি-লেখকদের দায়িত্ব সমাজে নৈতিকতা ও চিন্তার দিশা দেওয়া।