বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড। চিকিৎসকদের মতে, বর্তমানে তার শারীরিক অবস্থা দীর্ঘ বিমানযাত্রার ধকল সহ্য করার মতো নয়। তাই নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাকে আপাতত ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড তার চিকিৎসা পর্যবেক্ষণ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ঢাকায় এসে চিকিৎসা সমন্বয় করছেন। চিকিৎসকরা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা উন্নত হলে বিদেশে নেওয়ার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন রয়েছে।