আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে অপারেশন 'ডেভিল হান্ট' অভিযান শুরু হয়েছে। ৮ ফেব্রুয়ারি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী এক পোস্টে তিনি লিখেন, 'অপারেশন ডেভিল হান্ট' সফল হোক। এই পোস্টে কমেন্টে এই অভিযানের প্রতি সমর্থন দিয়েছেন তার ভক্তরাও। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, শনিবার থেকে গাজিপুর এলাকাসহ সারাদেশে এ অভিযান শুরু হবে। শুক্রবার রাতে ছাত্র জনতার উপর হামলাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলো নিয়ে এক সভা হয়, সেই সভাতেই এই সিদ্ধান্ত হয়েছে। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অভিযান প্রসঙ্গে বৃহস্পতিবার তথ্য দিয়েছিলেন।