এনসিপির নেত্রী সামান্তা শারমিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি শাসন কাঠামোর গুণগত পরিবর্তন আনতে ব্যর্থ হয়, তাহলে সেটা হবে গণঅভ্যুত্থানকে হত্যা করার শামিল। এনসিপির নেত্রী প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, জুলাই অভ্যুত্থানে এত প্রাণহানি, এত আত্মত্যাগ কি শুধুই একটা সংসদীয় নির্বাচনের জন্য। তিনি বরং রাষ্ট্রের শাসন কাঠামোতে গুণগত পরিবর্তনের নির্বাচন চেয়েছেন। সেটার জন্য নতুন সংবিধান প্রণয়নেরও বার্তা দিয়েছেন। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিকভাবে কিছুটা সফল হলেও রাজনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মনে করছেন সামান্তা শারমিন। এনসিপি নেত্রী বলেছেন, ‘জুলাইয়ের স্পিরিট সরকারের কারও বডি ল্যাংগুয়েজে নেই। আমরা জানতে চাই, কার সুপারিশে উপদেষ্টারা পদে বসেছেন, সেসব উন্মুক্ত করা হোক।’