জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুই দশকে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা শুধু নির্বাচনের জন্যই আন্দোলন করি নাই। আমরা দেশকে নতুনভাবে গড়তে চাই। তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন করেই দেশকে এগিয়ে নেবো। তিনি বলেন, জুলাই আন্দোলন হঠাৎ করে হয়নি। এই গণঅভ্যুত্থানে সকলের ঘাম ছিল, সকলের ত্যাগ ছিল। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আরও বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই জেল খেটেছে। জুলুমের শিকার হয়েছে। এই নেতা বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার চাই। বিচার সংস্কার চলছে। এটা একটা চলমান প্রক্রিয়া।