সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় প্রশাসনের টানা অভিযান চললেও পাথর লুটপাট বন্ধ হয়নি। ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় দেশজুড়ে আলোচনার পর প্রশাসন অভিযান শুরু করে, তবে এখন শাহ আরেফিন টিলায় প্রতিরাতে অর্ধকোটি টাকার পাথর লুট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, শাহ আরেফিন (র.)-এর মাজারের আশপাশ খুঁড়ে পাথর উত্তোলন চলছে। উপজেলা প্রশাসন টিলার প্রবেশপথে লোহার পাইপের ব্যারিকেড বসিয়েছে এবং সংযুক্ত রাস্তা কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে যাতে বড় গাড়ি ঢুকতে না পারে। আনসার ও গ্রাম পুলিশ সেখানে দায়িত্ব পালন করছে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো গত আগস্টের পর মাত্র একটি মামলা করেছে। পরিবেশবিদরা বলছেন, এভাবে পাথর উত্তোলন নদী ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। জেলা প্রশাসকের কঠোর নির্দেশনার পরও কিছু ব্যক্তি মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন অব্যাহত রেখেছে, যা প্রশাসনের নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।