১৫ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভলোদিমির জেলেনস্কি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপকে রাশিয়া থেকে চলমান হুমকি এবং যুক্তরাষ্ট্রের অনিশ্চয়তার মধ্যে স্বনির্ভর হতে হবে। ইউরোপের ভবিষ্যৎ যেন ইউরোপীয়দের উপরই নির্ভর করে এবং ইউরোপের সিদ্ধান্ত ইউরোপেই নেওয়া হয় এতে জোর দেন। জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন কখনোই আমাদের সম্পৃক্ততা ছাড়া আমাদের পেছনে করা কোনো চুক্তি মেনে নিবে না। ‘ইউক্রেনের ন্যাটো সদস্যপদের সম্ভাবনা তিনি বাদ দিবেন না’ এবং কিয়েভ বাস্তব নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো যুদ্ধবিরতি মেনে নিবে না।’ তিনি আরো বলেন, ‘যদি ন্যাটো সদস্যপদ না হয়, তবে ইউক্রেনে আরেকটি ন্যাটো গড়ে তোলার শর্ত থাকবে।