মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বাংলাভাষী মুসলিমদের আটক করা ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু ও দরিদ্র শ্রেণির উপর পরিকল্পিতভাবে নিপীড়ন চালাচ্ছে। এ সরকার শক্তের কাছে দুর্বল, আর দুর্বলের কাছে শক্ত। আরো বলেন, অধিকাংশই ভারতীয়। এরা নির্মাণকর্মী, সাফাইকর্মী। এরা দরিদ্র শ্রেণির মানুষ। পুলিশের অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা বা আইনি লড়াই চালানো সম্ভব নয়। সেই দুর্বলতাকেই ব্যবহার করছে প্রশাসন। ওয়াইসি বলেন, কেবলমাত্র কেউ বাংলা ভাষায় কথা বলেন বলেই তাকে গ্রেফতার করা যায় না। ভাষাভিত্তিক গ্রেফতার একেবারেই বেআইনি। এই নেতা বলেন, গুটি কয়েক বিচ্ছিন্ন ঘটনায় বাংলাদেশীদের ফেরত পাঠানোর নামে হাজার হাজার ভারতীয় বাঙালি মুসলমান পাঠানো কখনোই বৈধ হতে পারে না।