২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের পাসের হার ব্যাপকভাবে কমে গেছে। প্রায় ১২ লাখ ৫০ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাঁচ লাখেরও বেশি ফেল করেছে, ফলে জাতীয় গড় পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৮৩ শতাংশে—গত দশ বছরের মধ্যে এটি সর্বনিম্ন। ঢাকা শিক্ষা বোর্ড ৬৪ দশমিক ৬২ শতাংশ পাসের হারে শীর্ষে, আর কুমিল্লা বোর্ড ৪৮ দশমিক ৮৬ শতাংশ নিয়ে সবচেয়ে পিছিয়ে। অন্যান্য বোর্ডের পাসের হার ৫০ থেকে ৬২ শতাংশের মধ্যে। এ বছর ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, তবে ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি—যা গত বছরের ৬৫টির চেয়ে অনেক বেশি। মেয়েদের পাসের হার প্রায় ৬৩ শতাংশ, ছেলেদের ৫৫ শতাংশ। সামগ্রিকভাবে ফলাফল শিক্ষার মান, পরীক্ষা প্রক্রিয়া ও মহামারী-পরবর্তী পুনরুদ্ধার নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।