সামরিক মুখপাত্র তিয়ান জুনলি জানিয়েছেন, চীনের পিপলস লিবারেশন আর্মি শুক্রবার দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহলের অংশ হিসেবে সামরিক মহড়া পরিচালনা করেছে। তিনি জানান, "ফিলিপাইন তাদের কথিত বেআইনি দাবি প্রচারের পাশাপাশি অ-আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যৌথ টহল পরিচালনার মাধ্যমে উত্তেজনা বাড়াচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। আমরা ফিলিপাইনকে সতর্ক করে দিচ্ছি, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা যেন আর না বাড়ায়। বাইরের শক্তির ওপর নির্ভর করা তাদের জন্য লাভজনক হবে না।" উল্লেখ্য, এর একদিন আগেই মার্কিন প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ ‘কমিউনিস্ট চীন’ থেকে আসা হুমকির বিরুদ্ধে ম্যানিলাকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।