বুধবার দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবারে ভিপি ও ডাকসুর কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন প্রার্থী। হল সংসদ নির্বাচনে ১৮টি হল থেকে এখন পর্যন্ত মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অধ্যাপক জসিম বলেন, ১২ আগস্ট মোট ৭ জন মনোনয়ন সংগ্রহ করেছে। এছাড়া দুই দিনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, আচরণবিধি মেনে সবাই ফরম নিচ্ছেন। গত দুদিনে কেউ কোনরকম আচরনবিধি লঙ্গন করেনি। তফসিল অনুযায়ী, ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। ১৯ আগস্ট সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে।