সুইডেনের ওরেব্রো শহরের এক শিক্ষাকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে হামলাকারীও রয়েছে। মঙ্গলবার বিকেলে স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে। শিক্ষাকেন্দ্রটি মূলত যাদের প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ হয়নি, তাদের জন্য। হামলার উদ্দেশ্য অজানা। প্রথমে পুলিশ ঘটনাটিকে হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও অস্ত্র-সংক্রান্ত অপরাধ হিসেবে চিহ্নিত করে। নিরাপত্তার জন্য আশপাশের স্কুলগুলো বন্ধ রাখা হয়, পরে খালি করা হয়। সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন একে দেশের জন্য বেদনাদায়ক দিন বলে উল্লেখ করেন।