সাবেক সাংসদ প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের মুক্তি দাবিতে মানববন্ধনে রুহুল কবির রিজভি বলেন, নির্বাচন ডিসেম্বরে, না হলে ফেব্রুয়ারিতে বা জুনে এরকম নানান কথা বলছেন। কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসে নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার মনে হয় না নির্বাচন চায়। তারা একটা মুলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, এই যে নির্বাচন নিয়ে সরকারের টালবাহানা, আজ দিনকে দিন কিন্তু দেশ তার যে একাত্তরের অহংকার এবং চব্বিশের ৫ আগস্টের যে অহংকার, সে অহংকার মিলিয়ে মানুষের যে প্রত্যাশা বহুদলীয়, বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা, এটা তো এখনো প্রতিষ্ঠা হয়নি। সেই সুযোগ অনেকে নসাৎ করে দেওয়ার চেষ্টা করছে। এছাড়া তিনি করিডর ও ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করেন।