মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ডের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনাকে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সাম্প্রতিক যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত করছেন বলে বিশ্লেষকদের ধারণা। তারা বলছেন, ট্রাম্প এই যুদ্ধবিরতিকে একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ও মার্কিন প্রভাব জোরদার করতে বাণিজ্য নীতি, বিশেষ করে থাই আমদানির ওপর ১৯ শতাংশ শুল্ক, কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। গত মাসে দুই দেশ একটি কাঠামোগত বাণিজ্য চুক্তি ঘোষণা করলেও তা এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনার স্থগিতাদেশ সংক্রান্ত একটি চিঠির খবর প্রকাশ পেলেও হোয়াইট হাউস বা মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকরা মনে করছেন, বাণিজ্য ও সীমান্ত ইস্যুকে আলাদা রাখা ট্রাম্পের পররাষ্ট্রনীতির মূল যুক্তির সঙ্গে সাংঘর্ষিক হবে।